শেয়ার ছাড়ার আগেই কর্মী ছাটাই শুরু
Updated : 12/04/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাজারে প্রথম শেয়ার - আইপিও ছাড়ার আগেই ১০% কর্মী কমানোর কথা ঘোষণা করলো পর্যটন প্রযুক্তি সংস্থা ও ওয়াই ও । শনিবার তাদের তরফে বলা হয় প্রযুক্তি ও কর্পোরেট বিভাগ মিলিয়ে প্রায় ৬০০ কর্মী ছাটাই হতে পারে ।তবে রিলেশনশিপ মানাজেমেন্টে নেওয়া হতে পারে ২৫০ জন কর্মী ।