আবারো পড়লো টাকার দ্বর
Updated : 12/06/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সোমবার থেকে শুরু হয়েছে রিসার্ভ ব্যাঙ্কের ঋণ নীতি নিয়ে পর্যালোচনা বুধবার জানা যাবে ফল ।তার মধ্যে ডলারের সাফল্যে ফের পড়লো টাকার দাম ।ডলার ৫২ পঁয়সা বেড়ে এসে দাঁড়ালো ৮১.৮৫ টাকা তে । সংশ্লিষ্ট মহল জানাচ্ছে বিশ্ব বাজারে অশোধিত তেলের দাম বৃদ্ধি ও দুর্বল শেয়ার বাজার এর জন্য দায়ী ।গতকাল থেকে রাশিয়ার তেলের দাম বাঁধা হয়েছে ,তার ফলে ব্রেন্ট ত্রুদের দাম পড়েছে ব্যারেল প্রতি ৮৮ ডলার ।