নভেম্বরে তৈরি হওয়া গাড়ি ফিরিয়ে নিচ্ছে মারুতি সুজুকি ইন্ডিয়া
Updated : 12/07/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২ থেকে ২৮ সে নভেম্বরের মধ্যে তৈরি ৯,১২৫ টি গাড়ি বাজার থেকে ফেরাবে মারুতি সুজুকি ইন্ডিয়া ।তাদের কর্তৃপক্ষ আশঙ্কা করছেন ওই গাড়ি গুলির সামনের আসনের সিট্ বেল্টে ত্রুটি থাকতে পারে ।সংস্থা জানিয়েছে তারা ক্রেতা দের সাথে যোগাযোগ করে ত্রুটি মিটিয়ে দেবে ।