গৃহ ঋণে কিস্তির হার বাড়তে চলেছে
Updated : 12/08/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আবারো সুদ বাড়ালো রিসার্ভ ব্যাঙ্ক এই দফা তে ৩৫ বেসিস পয়েন্ট বাড়লো ,তার ফলে সাধারণ মানুষের গৃহের ঋণের মাসিক কিস্তির টাকা বাড়তে চলেছে ।বুধবার রাতেই সুদ বৃদ্ধির কথা জানিয়েছে এইচ ডি এফ সি ,ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সহ ঋণদাতা
দের একাংশ ।বিশেষজ্ঞ রা মনে করছেন এর পরের বার সুদ বৃদ্ধির গতি হয়তো এর চেয়ে কম হবে ।চলতি আর্থিক বর্ষে ভারতের আর্থিক বৃদ্ধি ৭% থেকে কমে ৬.৭% হতে পারে ।