খবর > Economy

বাড়তে চলেছে গাড়ির দাম

Updated : 03/24/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী এপ্রিল ২০২৩ সাল  থেকে ফের গাড়ির দাম বাড়াতে চলেছে মারুতি সুজুকি কোম্পনি । গাড়ির দাম কতটা বাড়ানো হবে তা স্পষ্ট করেনি সংস্থাটি ।সংস্থার দাবি ,মূল্যবৃদ্ধি ও  পরের মাশ  থেকে আরো কঠোর দূষণ নীতি চালু হওয়ার কারণেই এই 
সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ।

বাড়তে চলেছে গাড়ির দাম

Updated : 12/08/2022, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী জানুয়ারী  মাশ  থেকে গাড়ির দাম বাড়াতে চলেছে একাধিক গাড়ি নির্মাণ সংস্থা ,তাদের  বক্তব্য কাঁচা মালের দাম বৃদ্ধিতে এই সিদ্ধান্ত ।অডির  ক্ষেত্রে দাম বাড়বে ১.৭%,মার্সিডিজ ৫% কিয়ার ক্ষেত্রে বৃদ্ধি -৫০,০০০ সর্বাধিক ,রেনোঁ  বৃদ্ধির হার না জানলেও এমজি মোটর বলেছেন ২-৩% দাম বাড়বে ।টাটা মোটোর্স্ এবং মারুতি সুজুকি অবশ্য আগেই দাম বৃদ্ধির কথা বলেছে ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।