বাড়তে চলেছে গাড়ির দাম
Updated : 03/24/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী এপ্রিল ২০২৩ সাল থেকে ফের গাড়ির দাম বাড়াতে চলেছে মারুতি সুজুকি কোম্পনি । গাড়ির দাম কতটা বাড়ানো হবে তা স্পষ্ট করেনি সংস্থাটি ।সংস্থার দাবি ,মূল্যবৃদ্ধি ও পরের মাশ থেকে আরো কঠোর দূষণ নীতি চালু হওয়ার কারণেই এই
সিদ্ধান্ত নিয়েছে সংস্থা ।
বাড়তে চলেছে গাড়ির দাম
Updated : 12/08/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আগামী জানুয়ারী মাশ থেকে গাড়ির দাম বাড়াতে চলেছে একাধিক গাড়ি নির্মাণ সংস্থা ,তাদের বক্তব্য কাঁচা মালের দাম বৃদ্ধিতে এই সিদ্ধান্ত ।অডির ক্ষেত্রে দাম বাড়বে ১.৭%,মার্সিডিজ ৫% কিয়ার ক্ষেত্রে বৃদ্ধি -৫০,০০০ সর্বাধিক ,রেনোঁ বৃদ্ধির হার না জানলেও এমজি মোটর বলেছেন ২-৩% দাম বাড়বে ।টাটা মোটোর্স্ এবং মারুতি সুজুকি অবশ্য আগেই দাম বৃদ্ধির কথা বলেছে ।