গাড়ি বিক্রি বাট্টা নিয়ে আশঙ্কার মেঘ
Updated : 12/10/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গাড়ি বিক্রি নিয়ে অক্টোবর ও নভেম্বরে ভালো সারা পেয়েছিলো গাড়ি কোম্পানি গুলি ,কিন্ত ব্যাঙ্কের সুদ বাড়ার সঙ্গে সঙ্গে রাশ পেতে পারে গাড়ি বিক্রির হার বলে আশঙ্কা করছেন এদের সর্বভারতীয় সংস্থা ফাডা ,আশঙ্কা রয়েছে চিনে লকডাউনের জেরে আবারো সেমী কন্ডাক্টরের সরবরাহের ঘাটতি ।