বিক্রি হয়ে যাচ্ছে ব্যাঙ্ক
Updated : 12/10/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আইডি বি আই ব্যাঙ্ক বিক্রির ব্যাপারে দ্বরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল ১৬ ডিসেম্বর ।এক সরকারি কর্তা বলেন বিদেশে বড়দিন ও নববর্ষ এবং ডিসেম্বরে বেশ কয়েকটি ছুটির দিন থাকার ফলে এই সময় সীমা আরো বাড়ানো হতে পারে ।উল্লেখ্য ব্যাংকটিতে সরকার ও এল আই সির ৬০.৭২% শেয়ার বিক্রির কথা জানা গিয়েছে ।