সম্পর্ক পক্ত করতে সৌদি আরবের হাত ধরতে চলেছে চীন
Updated : 12/10/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সৌদি আরবের সাথে বাণিজ্যিক ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরো পক্ত করতে পরস্পরের হাত ধরতে চাইছে সৌদি আরব ও চীন ।সম্প্রতি তিন দিনের সৌদি আরব সফরে গিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিং পিং ।বৃহস্পতিবার তিনি দেখা করেন সৌদি যুবরাজ সলমনের সাথে ।শুক্রবার সফরের শেষ দিনে সৌদির শীর্ষ নেতৃত্বের সাথে খনিজ তেল ও গ্যাস নিয়ে বাণিজ্য সম্পর্ক পোক্ত করতে বৈঠক করেন চীনা প্রেসিডেন্ট ।