নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : এই অর্থবর্ষের তৃতীয় দফাতে সোনার বন্ডের দাম গ্রাম প্রতি ৫৪০৮ টাকা চূড়ান্ত করা হয়েছে। রিসার্ভ ব্যাঙ্ক জানিয়েছে , ১৯ থেকে ২৩ ডিসেম্বর এই প্রকল্পের যোগ দেওয়ার আবেদন জানানো যাবে । অনলাইনে আবেদন জানালে এবং ডিজিটাল পদ্ধতিতে দাম মেটালে গ্রাম প্রতি ৫০ টাকা করে ছাড় মিলবে ।চতুর্থ দফার আবেদন আগামী ৬-১০ মার্চ ।