সংস্থা অধিগ্রহণ করবে ভারতী এয়ারটেল
Updated : 12/21/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বেঙ্গালুরু তে অবস্থিত স্টার্ট আপ সংস্থা লেমনিস্কের ৮% অংশীদারিত্ব হাতে নিলো ভারতী এয়ারটেল ।এয়ারটেল কর্তৃপক্ষ জানান তাদের লক্ষ্য হলো বিশ্বের বৃহ্যতম গ্রাহক তথ্য মঞ্চ ( কাস্টমার ডেটা প্লাটফর্ম ) গড়ে তোলা সেই সূত্রে তারা এই
গাঁটছাড়া বেঁধেছে ।তবে কত অর্থ মূল্যে এই লেনদেন হলো তা স্পষ্ট করেনি ভারতী এয়ারটেল ।