আলাদা হয়ে গেলো ফোন পে ও ফ্লিপকার্ট
Updated : 12/23/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বৃহস্পতিবার ফোন পে ও ফ্লিপকার্ট দুটি সংস্থা পরস্পরের হাত ছেড়ে দিলো ।এখন থেকে ওয়ালমার্ট গ্রপের আওতায় সম্পূর্ণ দুটি আলাদা ব্যবসা হিসাবে পরিচিত হবে ফ্লিপকার্ট ও ফোন পে ।উল্লেখ্য ফোন পে নিজস্ব ব্যবসার পরিকাঠামো তৈরী করার আগে এটি ফ্লিপকার্টের একটি অংশ ছিল ।তবে এই দুই সংস্থার মাথার উপরে থাকছে ওয়ালমার্ট সংস্থা ।