অনুরাগ বোস শুটিং শুরু করলেন কলকাতা তে
Updated : 12/24/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল অনুরাগ বসু তার হিন্দি ছবি মেট্রো -ইন দিনোর প্রথম দিনের শুটিং করলেন নোনা পুকুর ট্রাম ডিপোর ,গতকাল শুটিংয়ে ছিলেন শাশ্বত ও দর্শনা বণিক ।খয়েরি রঙের জ্যাকেট ও কাঁচা ও পাকা চুলের শাশ্বত কে দেখে বোঝা যাচ্ছিলো তিনি বয়েস্ক লোকের চরিত্রে অভিনয় করছেন আর দর্শনার পরিধানে ছিল সাদার উপর কাজ করা শাড়ি ,জানা যাচ্ছে অনুপম খের ও নিনা গুপ্ত আজ থেকে শুটিং শুরু করবে উত্তর কলকাতা কে ঘিরে ।