স্টার্ট আপ কোম্পনি নিয়ে চন্দ্র শেখর ঘোষের বক্তব্য
Updated : 12/30/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল রাজারহাটে বেঙ্গল ন্যাশনাল চেম্বার আয়োজিত শিল্প মেলা তে বন্ধন ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা চন্দ্রশেখর ঘোষ বক্তব্য রাখতে গিয়ে বলেন এই রাজ্যের স্টার্ট আপ উপস্থিতি হয়তো ততটা নজরেপরেনা ।তবে পশ্চিমবঙ্গ এই ক্ষেত্রে প্রথম ১০ টি রাজ্যের অন্যতম ।পাশাপাশি নতুন উদ্যোগ পতি দের জন্য তার পরামর্শ ব্যবসার মডেল ঠিকমত তৈরি করতে হবে ,বাজারে নিজেদের আস্থা মজবুত করতে হবে তা না হলে ব্যাঙ্ক অথবা আর্থিক প্রতিষ্ঠান সেই প্রকল্পে পুঁজি যোগাতে ভরসা পাবেনা ।