লগ্নির সিদ্ধান্ত এয়ারটেলের
Updated : 12/30/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দেশের ৫ জি প্রযুক্তি প্রসারের জন্য পরিকাঠামো গড়তে ২৭-২৮ হাজার কোটি টাকা খরচের পরিকল্পনা করেছে ভারতী এয়ারটেল সংস্থা ।গতকাল তাদের এক কর্তা জানান গত তিন বছরে মত এইবার ও লগ্নি করা হবে । তবে তা কিছুটা কম বেশি হতে পারে । তিনি জানান ৫জি পরিষেবার জন্য বেশি মাশুল নেওয়ার এখন কোনো পরিকল্পনা নেই তাদের ।