সুদ বাড়লে হতাশা বাড়ালো পিপি এফ
Updated : 12/31/2022, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কিছু প্রকল্পে ১.১% সঞ্চয়ে সুদ বেড়েছে ,এনএস সি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম কিষান বিকাশ পত্র ১-৫ বছরের মেয়াদি জমা এবং মাসিক আয় প্রকল্পে ।তবে পিপি এফের মত জনপ্রিয় প্রকল্পে হতাশ কর দাতারা ।কর বাঁচানোর ক্ষেত্রে মধ্যবিত্তের কাছে এটি একটি বড় ভরসার জায়গায় ।নেটিজেন দের একাংশ কটাক্ষ করে বলেন শত কর দাতাদের জন্য এটি মোদী সরকারের উপহার ।