জিএসটি নিয়ে প্রকাশিত হলো নয়া বিজ্ঞপ্তি
Updated : 01/01/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক :কোনো সংস্থার বাড়ি অথবা ভবন ,সংস্থাটির মালিক কে বসবাসের জন্য ভাড়া দেওয়া হলে তার উপরে পণ্য পরিষেবা কর গুনতে হবেনা ।কেন্দ্রীয় পরোক্ষ কর ও আমদানি শুল্ক পর্ষদ এক বিজ্ঞপ্তি তে জানিয়েছে যে ২০২৩ শালের জানুয়ারী থেকে এই নিয়ম বলবৎ হচ্ছে । এর পাশাপাশি জিএসটির সংশোধিত হার ও চালু হবে আজকে থেকে ।