আমানতে সুদ বাড়াচ্ছে সুন্দরম ফিন্যান্স
Updated : 01/01/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : স্থায়ী আমানতে সুদ বাড়ানোর কথা ঘোষণা করলো সুন্দরম ফিন্যান্স ,ব্যাঙ্ক নয় এমন আর্থিক প্রতিষ্ঠান টি জানিয়েছে আগামী ১২ মাসের জমা তে নতুন সুদ হবে ৭.২% আর ২৪ ও ৩৬ মাসের ক্ষেত্রে তা হবে ৭.৫%।প্রবীণ নাগরিকেরা ১২ মাস এবং
২৪ ও ৩৬ মাসে যথা ক্রমে ৭.৭% এবং ৮% সুদ পাবে কার্যকরী হবে ১ লা জানুয়ারী থেকে ।