স্টেট্ ব্যাঙ্কের নির্দেশ বিভিন্ন ফিল্ড অফিস গুলিকে
Updated : 01/02/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ভারতীয় স্টেট ব্যাঙ্ক নিজেদের ফিল্ড অফিস গুলিকে ভুল বুঝিয়ে ,বিমা বিক্রির মত কার্যকলাপ থেকে বিরত থাকতে নির্দেশ দিলো । একই ভাবে বীমা প্রকল্প বিক্রির নানা অভিযোগ আসছে দেশের নানা প্রান্ত থেকে ।এদের বিরুদ্ধে করা পদক্ষেপ করার কথা জানিয়ে চিঠি দিয়েছে অর্থ মন্ত্রক । তা মেনেই এই নির্দেশ স্টেট ব্যাঙ্কের ।