খবর > Economy

জি এস টি কর বাবদ ভালো আদায় হয়েছে সরকারের

Updated : 01/02/2023, IST

নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আর্থিক কর্মকান্ড ও চাহিদা বৃদ্ধির হার ধরে ডিসেম্বরে সরকারের ঘরে পরোক্ষ কর বাবদ আয়  হয়েছে ১,৪৯,৫০৭ কোটি টাকা ।যা আগের বছরের থেকে ১৫% বেশি ।এই নিয়ে  টানা ১০ মাস ১.৪ লক্ষ্য  কোটির বেশি জিএসটি  বাবদ আয়  হয়েছে সরকারের ।ওপর দিকে দুই বছর পরে জিডিপির সাপেক্ষে কর্পোরেট কর আদায় ৩%ছাড়িয়ে গিয়েছে ।ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়ানো এর ইঙ্গিত ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।