জি এস টি কর বাবদ ভালো আদায় হয়েছে সরকারের
Updated : 01/02/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : আর্থিক কর্মকান্ড ও চাহিদা বৃদ্ধির হার ধরে ডিসেম্বরে সরকারের ঘরে পরোক্ষ কর বাবদ আয় হয়েছে ১,৪৯,৫০৭ কোটি টাকা ।যা আগের বছরের থেকে ১৫% বেশি ।এই নিয়ে টানা ১০ মাস ১.৪ লক্ষ্য কোটির বেশি জিএসটি বাবদ আয় হয়েছে সরকারের ।ওপর দিকে দুই বছর পরে জিডিপির সাপেক্ষে কর্পোরেট কর আদায় ৩%ছাড়িয়ে গিয়েছে ।ভারতীয় অর্থনীতি ঘুরে দাঁড়ানো এর ইঙ্গিত ।