কমতে পারে আর্থিক বৃদ্ধির হার
Updated : 01/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বছর করোনার হাত থেকে মুক্তি পেয়ে ভারতের আর্থিক বৃদ্ধির হার বেড়েছিল ৮.৭%,কিন্তু চলতি অর্থবর্ষে আটকে পরা অর্থনীতির অগ্রগমন এবং ঝিমিয়ে পরা চাহিদা উৎপাদনের গতিকে টেনে ধরেছে ।শুক্রবার কেন্দ্রের পরিসংখ্যান দফতরের প্রাথমিক পূর্বাভাস এই বছরের বৃদ্ধির হার হতে পারে ৭%।সংশ্লিষ্ট বাণিজ্যিক মহলের ধারণা বৃদ্ধির ৭% আটকে গেলে ভারত হারাবে সৌদি আরবের দ্রুততম বৃদ্ধির অর্থনীতি হওয়ার তকমা ।শিল্পী বৃদ্ধির হার হতে পারে ১.৬% যা গত বছর ছিল ৯.৯%।