অবৈধ টাকা উদ্ধার হলো কলেজ প্রফেসরের ফ্লাট থেকে
Updated : 01/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : খড়দহে ভালো মানুষ হিসাবে পরিচিত এক প্রফেসরের ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালান গোয়েন্দারা ,বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল অব্দি ।উদ্ধার হলো ৩২ লক্ষ্য টাকা ।অমিতাভ দাশ নামক ওই প্রফেসর কে গ্রেপ্তার করেছে পুলিশ ।ব্যারাকপুরের পুলিশ কমিশনার বলেন অমিতাভ বাবু আগে প্রাইভেট কোচিং করাতেন ,তার দাবি দক্ষিণ ভারতের বিভিন্ন প্রফেশানাল ভর্তি করে দিয়ে তিনি ওই ৩২ লক্ষ্য টাকা কমিশন বাবদ পেয়েছেন ।পুলিশের তরফে সত্যতা যাচাই করা হচ্ছে ।