আই ডি বি আই বিক্রির ক্ষেত্রে জমা পড়ছে আগ্রহী দের দ্বরপত্র
Updated : 01/08/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কেন্দ্রীয় সরকার ও এল আই সি মিলিয়ে আই ডি বি আই ব্যাঙ্কের মোট ৬১% অংশীদারি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে ।শনিবার কেন্দ্রের বিনিয়োগ ও সরকারি সম্পদ পরিচালনা দফতরের সচিব তুহিন কান্ত পান্ডে টুইট করে জানান ,এর জন্য একধিক আগ্রহ পত্র জমা পড়েছে সরকারের কাছে ।পরবর্তীধাপে আর্থিক দ্বরপত্র জমা করা হবে ।