সুদের দাপটে কলকাতা তে কমে গেলো আবাসন বিক্রির চাহিদা
Updated : 01/11/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল উপদেষ্টা সংখ্যা নাইট ফ্রাঙ্কের পরিসংখ্যান জানিয়েছে ,কলকাতা /দিল্লি /মুম্বাই দেশের ৮ টি বড় শহরে ২০২২ সালের সার্বিক ভাবে ফ্লাট বিক্রি গত ৯ বছরের মধ্যে সব থেকে বেশি হয়েছে ঠিক ,কিন্তু চড়া ব্যাঙ্ক সুদ বৃদ্ধির জেরে কলকাতা তে তা বৃদ্ধির বদলে কমে গিয়েছে ১০%।ক্রমাগত গৃহ ঋণে বাড়তে থাকা ব্যাঙ্কের সুদ সাধারণ রোজগেরে মানুষের ফ্ল্যাট কেনার পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে ।