খবর > Economy

সোনার উর্ধমুখী দাম মাথায় হাত ক্রেতাদের

Updated : 01/14/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সামনের সপ্তাহে  শুরু হচ্ছে বিয়ের মরশুম আর  তার আগে গতকাল কলকাতার বাজারে ১০ গ্রাম পাকা সোনা (২৪ ক্যারাট ) দাম ছুঁয়ে  গেলো ৫৭ হাজার , আর জিএস টি  নিয়ে  ৫৯ হাজারের কাছাকাছি । বিপাকে পড়েছেন ক্রেতারা ,বিপাকে ব্যবসায়ীরাও । স্বর্ণ শিল্প মহলের দাবি গয়নার  বরাত কমে যাওয়াতে অনেক কারিগর কাজ হারাচ্ছেন ,অনেকে কেনা কাটার বরাদ্দ কমাচ্ছে ,ছেলে মেয়ের  বিয়ে  দিতে গিয়ে পুরোনো গয়না গাটি  বিক্রি করে দিচ্ছে ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।