খবর > Economy

অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্বিঘ্ন মোদী সরকার

Updated : 01/14/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বাজেটের আগে  মূল্যবৃদ্ধি  ও  তার সঙ্গে আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়া এবং আমদানির উপর নির্ভরতা বেড়ে যাওয়াতে চিন্তিত মোদী সরকার ।তাই গতকাল অর্থনীতি বিদ  দের  সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নিজে ।তাদের কাছে জানতে 
চাইলেন কি ভাবে বিশ্ব বাজারে অর্থনৈতিক মন্দার মোকাবিলা করা যায় ।২০২৪ শালের  লোক সভা ভোটের  আগে এটি শেষ মোদী সরকারের,পূর্ণাঙ্গ বাজেট যা  পেশ হবে ১ লা ফেব্রুয়ারী।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।