অর্থনৈতিক অনিশ্চয়তা নিয়ে উদ্বিঘ্ন মোদী সরকার
Updated : 01/14/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল বাজেটের আগে মূল্যবৃদ্ধি ও তার সঙ্গে আর্থিক বৃদ্ধির হার কমে যাওয়া এবং আমদানির উপর নির্ভরতা বেড়ে যাওয়াতে চিন্তিত মোদী সরকার ।তাই গতকাল অর্থনীতি বিদ দের সাথে বৈঠক করলেন প্রধানমন্ত্রী নিজে ।তাদের কাছে জানতে
চাইলেন কি ভাবে বিশ্ব বাজারে অর্থনৈতিক মন্দার মোকাবিলা করা যায় ।২০২৪ শালের লোক সভা ভোটের আগে এটি শেষ মোদী সরকারের,পূর্ণাঙ্গ বাজেট যা পেশ হবে ১ লা ফেব্রুয়ারী।