রূপে পেকার্ডে লাগবেনা জিএসটি
Updated : 01/16/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : রূপে ডেবিট কার্ডের প্রসারের জন্য ব্যাংকগুলোকে সরকার যে উৎসাহ ভাতা দেয় তার উপরে জিএসটি লাগবেনা বলে স্পষ্ট জানিয়েছে অর্থমন্ত্রক ।সেই সঙ্গে কম অর্থের ভীম-ইউপি আই লেনদেন ও এই পরোক্ষ কর লাগবেনা বলে জানিয়েছেন তারা । রূপে ডেবিট কার্ডের সচেতনতা বাড়াতে ব্যাঙ্ক শিল্প কে ২৬০০ কোটি টাকা ভাতা দেওয়ার প্রকল্পে সায় দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রী সভা ।