আবারো জুটি বেঁধে সিনেমা করছে অজয় দেবগন ও তাব্বু
Updated : 01/19/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বছর অজয় দেবগন ও তাব্বু অভিনীত ছবি দৃশ্যম ২ মুক্তি পেয়েছিলো ।এই বছর মার্চের শেষে মুক্তি পাওয়ার কথা এই জুটি অভিনীত ছবি ভোলা । আগের দুটি ছবি তেই তারা বিরোধী পক্ষ ছিল তবে এইবার তাদের দেখা যাবে এক সাথে ।পরিচালক নিরাজ পান্ডের এই ছবি তে এরা ছাড়াও দুটি চরিত্রে থাকছেন জিমি শেরগিল ও শাই মাঞ্জেরেকর ।