নিট মুনাফা কমলো রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের
Updated : 01/21/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : অক্টোবর -ডিসেম্বর এই ত্রৈমাসিক রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মোট মুনাফা ১৫% কম হয়ে এসে দাঁড়িয়েছে ১৫,৭৯২ কোটি টাকা তে ।আগের অর্থ বর্ষে এই একই ত্রৈমাসিকে তাদের মোট মুনাফা ছিল ১৮,৫৪৯ কোটি টাকা । রেলিয়ান্সের তরফে জানানো হয়েছে ব্যবসার খরচ ও ঋণ মেটানোর পরিমান বৃদ্ধির ফলেই এই মুনাফা কমেছে ।কিন্তু রিলায়েন্স জিওর মুনাফা বেড়েছে ২৮.৩%বেড়ে হয়েছে ৪৬৩৮ কোটি টাকা ।