বিপুল পরিমানে বাড়লো ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার
Updated : 01/22/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ১৩ জানুয়ারি শেষ হওয়া সপ্তাহে , ভারতের বিদেশ মুদ্রার ভান্ডার বিপুল পরিমানে বাড়লো ।রিসার্ভ ব্যাঙ্কের দেওয়া তথ্য অনুযায়ী ওই সপ্তাহে ১০৪১ .৭ কোটি ডলার বেড়ে মুদ্রা ভান্ডার দাঁড়িয়েছে ৫৭,২০০ কোটি তে । গত সপ্তাহে ওই মুদ্রা ভান্ডার ১২৬.৮ কোটি ডলার কমেছিল ।এখন অব্দি মুদ্রা ভান্ডার ২০২১ সালের অক্টোবরে ৬৪,৫০০ কোটি ডলার পার করে শীর্ষ স্থানে ছিল ।