কৌশিক গঙ্গোপাধ্যায় পরিচালনা করছেন প্রসেনজিৎ ঋতুপর্ণার ৫০ তম ছবি
Updated : 01/23/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায় জানালেন তিনি দায়িত্ব পেয়েছেন সুরিন্দর ফিল্মসের তরফ থেকে প্রসেনজিৎ ও ঋতুপর্ণার জুটিতে ৫০ তম ছবি পরিচালনা করার ।তিনি বলেন এই দায়িত্ব পেয়ে আমি খুব খুশি ,দৃষ্টিকোণ ছবিটি করার সময় প্রসেনজিৎ ও ঋতুপর্ণার জুটির ৫০ তম ছবিটির করার সন্মান আমি পেতে চাই । ছবির নাম জানা না গেলেও এই ছবির শুটিং শুরু আগামী মার্চ মাসে ।