লগ্নি কমেছে ইটি এফ ফান্ডে
Updated : 01/23/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক: গত বছর দেশে গোল এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে লগ্নি কমেছে প্রায় ৯০%,মিউচুয়াল ফান্ড সংস্থা গুলির সংগঠন আমফি জানাচ্ছেন ২০২২ সালে এসেছে এই ফান্ড থেকে ৪৫৯ কোটি টাকা ।মূলত বিশ্ব বাজারে সোনার প্রভূত দাম বৃদ্ধি ,বিভিন্ন দেশে
মূল্যবৃদ্ধি তা যুঝতে সুদ বাড়ানোর জন্য দায়ী বলে জানাচ্ছেন বিশেষজ্ঞ রা ।