সোনার দাম আকাশ ছোঁয়া
Updated : 01/25/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কলকাতা তে সোনার দাম ১০ গ্রাম ( ২৪ ক্যারাট ) এই প্রথম দাম ছুঁয়ে গেলো ৫৮ হাজার টাকা ।জিএসটি যোগ করে তা পৌছালো ৬০ হাজারে ।সেই সঙ্গে গহনা সোনার দাম প্রথম বার ছাড়ালো ৫৫ হাজার টাকার গন্ডি । সোনা ব্যবসায়ীদর ধারনা
আগামী কয়েকদিনে আরো চড়তে পারে ,এই হলুদ ধাতুর দামটি ,আর তা হলে বিক্রি বাট্টা তলানিতে পৌঁছাবেন ,কাজ হারাবেন কারিগরেরা ।