বাড়লো ভারতের বিদেশী মুদ্রার ভান্ডার
Updated : 01/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত ২০ সে জানুয়ারী শেষ হওয়া সপ্তাহে ভারতের বিদেশি মুদ্রার ভান্ডার ,১৭২.৭ কোটি ডলার বেড়ে দাঁড়িয়েছে ৫৭,৩৭২.৭ কোটি ডলারে ,তার আগের সপ্তাহে এই মুদ্রা ভান্ডার বেড়েছিল ১০৪১ .৭ কোটি ডলার ।২০২১ শালের অক্টোবর মাসে
ওই মুদ্রা ভান্ডার পার করেছিল ৬৪,৫০০ কোটি ডলার যা এখন অব্দি নজির হয়ে আছে ।