অর্থনৈতিক বিশেষজ্ঞ রা বাজেটে দাবি করলেন
Updated : 01/30/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : দেশের অর্থনৈতিক বিশেষজ্ঞ রা মূলধনী লাভকর ব্যবস্থা ঢেলে সাজানো ,আয়কর রিটার্ন সহজ ফর্ম আনার দাবি জানালেন ।আয়কর আইনে স্বল্প ও দীর্ঘ মেয়াদে শেয়ার ও ঋণপত্র স্থাবর সম্পত্তি হাত বদল করে লাভ হলে এই কর বসানো হয় । মেয়াদ অনুসারে করে হার ও তার হিসাবের নিয়ম আলাদা । বিশেষজ্ঞ রা জানিয়েছেন সকলের স্বার্থে তাই সম্পদের শ্রেণী বিন্যাস ও করে স্তর কমানো জরুরি ।