আর্থিক সমীক্ষা জানাচ্ছেন মূল্যবৃদ্ধি আমজনতা কে ভোগাবে
Updated : 02/01/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : চলতি অর্থ বর্ষে চড়া মূল্যবৃদ্ধির লাগাম হাতের বাইরে চলে যাচ্ছে সরকারের ,মূল্যবৃদ্ধিতে রাশ টানতে রিসার্ভ ব্যাঙ্ক দফায় দফায় ঋণে সুদের হার বাড়াতে হয়েছে । গতকাল আর্থিক সমীক্ষা যে ইঙ্গিত দিয়েছে ,তাতে টের পাওয়া গেলো আগামী অর্থ বর্ষে ও এই মূল্যবৃদ্ধির হার চড়া থাকবে সমীক্ষা বলছে ,এই নাছোড় বান্ডা মূল্যবৃদ্ধির ফলে খুব তাড়াতাড়ি সুদের হার কমবে না ।