আদানি সংস্থা শেয়ার বিক্রি থেকে পিছিয়ে গেলো
Updated : 02/02/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বুধবার যেই ভাবে শেয়ার বাজার ওঠা নামা করেছে তাতে আদানি ঘোষ্ঠীর কর্ণধার গৌতমী আদানি তাদের কোম্পানির গোটা এফপিও প্রক্রিয়া টাই বাতিল করেছে ।এই দিন আদানি এন্টারপ্রাইজের শেয়ার দ্বর ২৮% ও বেশি পরে গিয়েছে ।আদানি জানান তারা লগ্নিকারীদের তাদের শেয়ারের টাকা ফিরিয়ে দেবেন ।