দুই পর্বে আসবে প্রজেক্ট কে ছবি
Updated : 02/02/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরিচালক নাগ অশ্বিন জানিয়েছেন আগামী ২০২৩ সালে এপ্রিলে পর্দায় আসবে প্রজেক্ট কে ছবিটির প্রথম পর্ব ।অভিনেত্রী দীপিকা পাডুকোন ছাড়াও এই ছবিটিতে রয়েছেন অমিতাভ বচ্চন ও শাশ্বত চট্টোপাধ্যায় ।দীপিকার উল্টোদিকে নায়ক হিসাবে আছেন প্রভাস ,জানা যাচ্ছে এই বছর দ্বিতীয় পর্বের শুটিং শুরু হওয়ার কথা ।