পাঠানের পরিচালক সিদ্ধার্থ আনন্দ পরের ছবি ফাইটারের শুটিং শুরু করতে চলেছেন
Updated : 02/04/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বিশ্ব জুড়ে পাঠানের সাফল্যের পরে এর পরিচালক সিদ্ধার্থ আনন্দ তার পরবর্তী ছবি ফাইটারের শুটিং শুরু করতে চলেছেন । এই ছবিতে আছে দীপিকা পাডুকোন, ঋত্বিক রোশান সারা আলী খান এবং ভারতীয় বিমান বাহিনীর এক অফিসারের চরিত্রে অভিনয় করবেন অক্ষয় ওবেরয় ,যিনি দীপিকার সঙ্গে পিকু ছবিতেও অভিনয় করেছেন ।