জ্যাকলিন কে আজো ভুলে যাননি সুকেশ চন্দ্রশেখর
Updated : 02/15/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ২১৭ কোটি টাকা জালিয়াতির মামলা তে জেল হয়েছিল সুকেশ চন্দ্রশেখরের ,সেই সঙ্গে নাম জড়িয়ে ছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজের ও তিনি চন্দ্রশেখরের বিরুদ্ধে পাল্টা অভিযোগ আনেন ।গতকাল সাংবাদিক রা এনআইএ কোর্টরুম তে বেরোনোর পর প্রশ্ন করলেও তিনি বলেন "প্রেমের দিনে আমার তরফ থেকে ওকে শুভেচ্ছা ,কাউকে ভালোবাসলে তার দায়িত্ব নিতে হয় "।