রাজকুমার হিরানির পরবর্তী ছবি ডাঙ্কি
Updated : 02/27/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বলিউদের পরিচালক রাজকুমার হিরানির পরবর্তী ছবি ডাঙ্কি তে অভিনয় করতে চলেছেন শাহ রুখ খান মুখ্যভূমিকা ।রাজকুমারের সাথে এইটাই শাহরুখ খানের প্রথম ছবি ।হিরানি বলেন শাহ রুখ দুই দিনের কাজ দুই ঘন্টায় করে ফেলেন ,পুরো
চিত্রনাট্য তিনি মুখস্থ্য রাখেন ,বাড়ি থেকে ১৫ টি শটের দৃশ্য আমার কাছে ভিডিও করে পাঠান ফলে আমি বুঝতে পারি কোন শট টা নিতে হবে সময় নষ্ট কম হয় ।