শীঘ্রই শুরু হবে হেরা ফেরি থ্রি ছবির শুটিং
Updated : 03/07/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : কিছুদিন আগেই প্রকাশ্যে এসেছিলো হেরাফেরি থ্রি ছবিটির টিসার ।তৃতীয় পর্বে রয়েছে নতুন চমক ,এইবার অক্ষয় কুমার , সুনীল শেট্টি এবং পরেশ রাওয়ালের সঙ্গে দেখা যাবে সঞ্জয় দত্ত কে ।জানা যাচ্ছে শুটিং করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন তিনি ।সূত্রের খবর ছবিতে এক দৃষ্টিহীন খলনায়কের চরিত্রে অভিনয় করবেন সঞ্জয় ।