প্রচুর মুনাফা করলো তেল সংস্থা আরামকো
Updated : 03/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বছরের রেকর্ড ১৬ হাজার ১০০ কোটি ডলার ( প্রায় ১৩,২৮,২৫০ কোটি ) টাকা মুনাফা করলো সৌদি আরবের তেল সংস্থা আরামকো ।সংশ্লিষ্ট মহলের মতে রাশিয়া -উক্রেনে যুদ্ধের জেরে বিশ্ব বাজারে তেলের দাম চড়ার ফল পেয়েছে সংস্থাটি ।তাদের দাবি আগামী দিনেও তেল -গ্যাস জরুরি জ্বালানি হিসাবে থাকবে ।