সতীশ কৌশিকের মৃত্যু নিয়ে ধোঁয়াশা
Updated : 03/13/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গত বৃহস্পতিবার মারা গিয়েছেন বলিউডের অভিনেতা সতীশ কৌশিক হৃদরোগে আক্রান্ত হয়ে । সতীশের দিল্লির ব্যবসায়ী বিকাশ মালুর যে খামার বাড়িতে হোলি খেলার পর অসুস্থ্য হয়ে মৃত্যু হয় অভিনেতার ,সেই খানে আপত্তি কর ওষুধের প্যাকেট পাওয়া গিয়েছে বলে প্রাথমিক দাবি দিল্লি পুলিশের ।বিকাশ মালুর স্ত্রী এক চিঠি মারফত দিল্লি পুলিশ কমিশনার কে জানিয়েছে ,তার স্বামী হয়তো অভিনেতা কে ওই ওষুধ খাইয়েছে ।