ইনশাল্লাহ ছবির শুটিং আবার শুরু হবে
Updated : 03/20/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : পরিচালক সঞ্জয় লীলা বানসালি সলমান খান কে দিয়ে ইনশাল্লাহ ছবিটি করতে চেয়েছেন ,কিন্তু সলমন সময় না দেওয়া তে ছবিটি তৈরি হয়নি ।পরিচালক বলেন এই মিউজিক্যাল ছবিটির গান তৈরি হয়ে পরে আছে ,জানা যাচ্ছে সলমনের সমসাময়িক ,দুই সুপারস্টারের কাছে , এই ছবির মুখ্য মহিলা চরিত্রে থাকবে আলিয়া ভাট ।