খবর > Entertainment

বাংলা মিডিয়াম ধারাবাহিকের শুটিং হবে থাইল্যান্ডে

Updated : 03/29/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাংলা মিডিয়াম ছবির শুটিং করতে থাইল্যান্ডে পৌঁছে গিয়েছে গোটা টিম ,মূল চরিত্রে আছেন  নীল ভট্টাচার্জি ,সম্পূর্ণ লাহিড়ী ও তিয়াশা  রায় ।মূলত গল্প  অনুযায়ী ভিকি ও ইন্দিরার  মধু চন্দ্রিমার শুটিং  হবে সেইখানে ।এই ছাড়া পরিচালক জানালেন পাটায়া ,ব্যাঙ্কক ,চকোলেট ভ্যালি  সাঁথম  বিচ ও মিমোসার  নানা  জায়গায় শুটিং চলবে ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।