বাংলা মিডিয়াম ধারাবাহিকের শুটিং হবে থাইল্যান্ডে
Updated : 03/29/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বাংলা মিডিয়াম ছবির শুটিং করতে থাইল্যান্ডে পৌঁছে গিয়েছে গোটা টিম ,মূল চরিত্রে আছেন নীল ভট্টাচার্জি ,সম্পূর্ণ লাহিড়ী ও তিয়াশা রায় ।মূলত গল্প অনুযায়ী ভিকি ও ইন্দিরার মধু চন্দ্রিমার শুটিং হবে সেইখানে ।এই ছাড়া পরিচালক জানালেন পাটায়া ,ব্যাঙ্কক ,চকোলেট ভ্যালি সাঁথম বিচ ও মিমোসার নানা জায়গায় শুটিং চলবে ।