যশ রাজ্ ফিল্মস নিজস্ব ওটিটি প্লাটফর্ম আনতে চলেছে
Updated : 03/31/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : বছর দুয়েক আগে যশ রাজ্ ফিল্মসের ৫০ বছর পূর্তি উপলক্ষে ঘোষণা হয়েছিল তাদের নিজস্ব ওটিটি প্লাটফর্মের । এই বছর শুরু হবে তার সম্প্রচার ।তার মধ্যে তাদের দ্বিতীয় ওয়েবসিরিজ ম্যান্ডেলা মার্ডার্সের ঘোষণা করলো প্রযোজনা সংস্থা ।
মুখ্য চরিত্রে রয়েছে বাণী কপূর ও বৈভব রাজগুপ্ত ,পরিচালনা করবেন মর্দানি ২ খ্যাত পরিচালক গোপী পুত্রান ।