স্বল্প সঞ্চয়ের সুদ বাড়লো পিপি এফ ছাড়া
Updated : 04/01/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : ১ লা এপ্রিল থেকে জুন এই ত্রৈমাসিকে ২৩-২৪ অর্থবর্ষে সুদ বাড়লো রেকারিং ডিপোজিট ,সিনিয়র সিটিজেন স্কিম,মাসিক আয় প্রকল্প ,এনএস সি ,কিষান বিকাশ পত্র ,সুকন্যা সমৃদ্ধি স্কিমে ।এই ছাড়াও আজ থেকে চালু হচ্ছে মেয়েদের জন্য এক কালীন স্বল্প সঞ্চয় প্রকল্প মহিলা সন্মান সেভিংস সার্টিফিকেট ,যা ২০২৫ শালের ৩১ সে মার্চের মধ্যে লগ্নি করা যাবে ,একাউন্ট খোলা যাবে ব্যাঙ্ক ও ডাকঘরে খুলতে হবে একক নামে ।