প্রয়াত হলেন পামেলা চোপড়া
Updated : 04/21/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক - গতকাল ৭৪ বছর বয়েসে প্রয়াত হলেন পামেলা চোপড়া লীলাবতি হাসপাতালে ,গত দুই সপ্তাহ ধরে তিনি নিউমোনিয়া আক্রান্ত হয়ে ভর্তি ছিলেন হাসপাতালে তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে তার বাড়ি তে গিয়েছিলেন অমিতাভ ,শাহরুখ ,দীপিকা রণবীর সহ অনেক তারকা ।তার সম্মানে সলমনের ছবি কিসিকা কে ভাই কিসিকা কে যান ছবির স্ক্রীনিং বন্ধ রাখা হয় ।