অবসর কাটিয়ে কাজে ফিরছেন সব্যসাচী চক্রবর্তী
Updated : 05/09/2023, IST
নিউস ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : সব্যসাচী চক্রবর্তী অভিনয় থেকে সরে যাচ্ছেন এমন রটনা রোতে গিয়েছিলো ,পরে তিনি বলেন তার মন্তব্যের ভুল ব্যাখ্যা হয়েছে । তার বাছাই করা কাজ গুলি হলো "দেবী চৌধুরানী ,ব্যান্ডেড কুইন অফ বেঙ্গল "।দেবী চৌধুরানী তে শশুর হরবল্লবের চরিত্রে দেখা যাব তাকে ।পাশাপাশি হিন্দি পরিচালক মণিরত্নমের ছবিতেও কাজ করছেন তিনি ।