খবর > Entertainment

নওয়াজের ছবি যোগী সারা রারা

Updated : 05/12/2023, IST

নিউস  ঘন্টায় ঘন্টায় ওয়েবডেস্ক : গতকাল নওয়াজুদ্দিন সিদ্দিকী তার বাংলো নবাবে  মিডিয়া কে যোগী সারা রা রা  মুক্তি পাওয়া নিয়ে ইন্টারভিউ দেন ।ভারসোভা তে তার বাংলো  টি বাবার নামে  তৈরি ।ছবি সম্মন্ধে বলতে গিয়ে তিনি বলেন এই ছবিটি রোমান্টিক কমিডি টাইপের ,নিজের  সঙ্গে  পরীক্ষা নিরিক্ষা  করা ছাড়াও দর্শক কি ভাবে এটা  নেয়  সেটাও আমি দেখতে চাই ,বাংলা ছবি নিয়ে তিনি  বলেন আমি সত্যজিৎ  রায়  বুদ্ধদেব দাসগুপ্তের ভক্ত ,সুযোগ পেলে নিশ্চয় বাংলার পরিচালক দের  সাথে কাজ করবো ।

ফিডব্যাক

যোগাযোগ

যুবরাজ সিংহ ২০১১ বিশ্বকাপে যেরকম ভারতের ট্রফি জয়ের নায়ক ছিলেন, চলতি বিশ্বকাপে সেই ভূমিকায় দেখা যেতে পারে হার্দিক পাণ্ড্যকে। মন্তব্য অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার গ্লেন ম্যাকগ্রার। ২০১১ বিশ্বকাপে ব্যাটে-বলে কামাল দেখিয়েছিলেন যুবরাজ। টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের স্বীকৃতিও পেয়েছিলেন তিনি। এবার কি সেরকম গেমচেঞ্জারের অভাব রয়েছে ভারতীয় দলে? ম্যাকগ্রা বলেছেন, সেই ভূমিকা ভারতের হয়ে এবার পালন করতে পারে হার্দিক পাণ্ড্য। দীনেশ কার্তিকও খুব ভাল ফিনিশার। বিশ্বকাপে ভাল ফল করার মতো ক্রিকেটার ভারতের হাতে রয়েছে।